কিভাবে এনরোল করবেন

এনরোল করার নিয়ম

আপনারা যারা কোর্স এনরোল করতে চান বা ভর্তি নিশ্চিত করতে চান তারা নিচের পদ্ধতি আলোকে রেজিস্ট্রেশন করতে পারেন। কিছু স্টেপ অনুসরণ করে ফরম ফিলাপ করুন।

স্টেপ – ১

আপনি যদি এনরোল বাটন খুজে না পান, তাহলে রেড মার্ক করা কোর্স মেনুতে ক্লিক করবেন।

স্টেপ – ২

এবার আপনি রেড মার্ক করা  “Free Graphic Design Course” এ ক্লিক করবেন।

স্টেপ – ৩

এবার আপনি রেড মার্ক করা  “Enroll Now” বাটনে এ ক্লিক করবেন।

Step 3

স্টেপ – ৪

এবার আপনি রেড মার্ক করা  “View Cart” বাটনে এ ক্লিক করবেন।

Step 4

স্টেপ – ৫

এবার আপনি রেড মার্ক করা বক্সে “1” লিখুন। 

Step 5

স্টেপ – ৬

এবার আপনি রেড মার্ক করা বক্সে Coupon Code লিখুন। যদি আপনার কাছে Coupon Code থাকে, না থাকলে স্কিপ করুন।

Step 6

স্টেপ – ৭

এবার আপনি রেড মার্ক করা  “Proceed to checkout”  বাটনে ক্লিক করুন । 

Step 7

স্টেপ – ৮

এবার আপনি রেড মার্ক করা বক্স পূরণ করুন । 

Step 8

স্টেপ – ৯

আপনি যদি ফ্রি কোর্স এনরোল করে থাকেন তাহলে এই স্টেপ  ৯-১১ অপশনগুলো স্কিপ করুন।

যারা পেইড কোর্স এনরোল করেছেন।  তাদের জন্য এই অপশন।

আপনি যদি ব্যাংক থেকে টাকা পাঠাতে চান তাহলে রেড মার্ক করা  “Direct Bank Transfer”  বাটনে ক্লিক করুন । ব্যাংক অপশন সিলেক্ট করে অর্ডার কমপ্লিট করার পরে পেমেন্ট দিতে হবে। পেমেন্ট এর রেফারেন্স এ আমাদের অর্ডার আইডি দিবেন। না হলে আপানার অর্ডার পেন্ডিং থাকবে।

অর্ডার আইডি পাব কীভাবে?

অর্ডার কমপ্লিট  করার পরে আপনি অর্ডার আইডি পাবেন অথবা আপনার ইমেইলে অর্ডার আইডি সহ  অর্ডার কনফার্মেশন মেইল পাবেন। যেমন: 12544 এমন টাইপের হবে।

বিকাশ বা নগদ  এ সেন্ড করতে চাইলে পরবর্তী স্টেপ ১০ অথবা ১১ অনুসরণ করুন।

নোট: ব্যাংকে সেন্ড করলে এক্সট্রা বিকাশ বা নগদ চার্জ লাগবে না। 

Step 9

স্টেপ – ১০

আপনি যদি ব্যাংকে পেমেন্ট করতে চান তাহলে স্টেপ-৯ অনুসরণ করেন।

বিকাশে সেন্ড করতে চাইলেরেড মার্ক করা  “bKash”  বাটনে ক্লিক করুন । তারপর এই নাম্বারে “01922335704(Personal)” টাকা সেন্ড করুন। তারপর রেড মার্ক করা বক্সে  আপনার নগদ নাম্বার দিন (যে নাম্বার থেকে টাকা সেন্ড করেছেন) এবং ট্রানসাকশান আইডি দিন।

আর নগদে পেমেন্ট করতে চাইলে পরবর্তী স্টেপ-১১ অনুসরণ করুন। 

Step 10

স্টেপ – ১১

আপনি যদি ব্যাংকে পেমেন্ট করতে চান তাহলে স্টেপ-৯ অনুসরণ করেন।

 নগদে সেন্ড করতে হলে  রেড মার্ক করা  “Nagad”  বাটনে ক্লিক করুন । তারপর এই নাম্বারে “01557741034(Personal)” টাকা সেন্ড করুন। তারপর  আপনার নগদ নাম্বার রেড মার্ক করা বক্সে  দিন (যে নাম্বার থেকে টাকা সেন্ড করেছেন) এবং ট্রানসাকশান আইডি দিন।

বিকাশে পেমেন্ট করতে চাইলে পূর্ববর্তী স্টেপ-১০ অনুসরণ করুন। 

Step 11

স্টেপ – ১২

এবার আপনি রেড মার্ক করা  “Place Order”  বাটনে ক্লিক করুন ।

নোটা: ফ্রি কোর্স হলে টোটাল : ০.০ দেখাবে। আর পেইড কোর্স হলে কোর্স ফি: ৫০০০ দেখাবে বা কম বেশি দেখাবে। 

Step 12

স্টেপ – ১৩

অর্ডার কমপ্লিট হওয়ার পরে এমন একটা পেইজ আসবে এটা সেইভ রাখতে পারেন অথবা আপনাদের মেইলে অর্ডার ডিটেইলস যাবে। তা সংরক্ষণ করবেন। 

নোট: ফ্রি কোর্স হলে টোটাল ফি : ০.০ দেখাবে। আর পেইড কোর্স হলে কোর্স ফি: ৫০০০ দেখাবে বা কম/বেশি দেখাবে। 

ব্যাংকে পেমেন্ট করার ক্ষেত্রে অর্ডার নাম্বার টা লাগবে। এই অর্ডার নাম্বার দিয়ে আমারা অর্ডার ট্রাক করব।

Step 13

যে কোন তথ্য জানতে:

✉ ইনবক্স করুনঃ https://m.me/pixetek

 

📞 যেকোনো প্রয়োজনে কল করুন:

01922335704

 

Pin It on Pinterest

Share This